উত্তরদিনাজপুর

আমের মরশুম শুরু হওয়ার আগেই কালিয়াগঞ্জে সরগরম লিচুর বাজার

ভোটের মরসুম শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে লিচুর মরসুম। তাই লিচুর পাইকারিরা এখন জমায়েত হতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে। তাদের লক্ষ্য এখন একটাই, আপামর বাঙালীকে এবার তারা মন ভরিয়ে লিচু খাওয়াবেন। তাই তো মাঝ রাত থেকেই পাইকারদের ভিরে সরগরম হয়ে ওঠে কালিয়াগঞ্জের রেল স্টেশনের লিচুর বাজার। 

কালিয়াগঞ্জের সুস্বাদু লিচু শুধু কালিয়াগঞ্জেই বিখ্যাত নয়, এই লিচু উত্তরবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এখন বেশ নাম ডাক করে ফেলেছে। প্রত্যেক বছরের ন্যায় এবারও বছরের শুরুতেই কালিয়াগঞ্জে লিচুর চাহিদা বেড়েছে। ফলে লিচুর চাহিদা জোগান দিতে প্রায় হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। তাই চাষি থেকে ব্যবসায়ীরা নানান জাতের লিচু নিয়ে হাজির হয়েছেন এই বাজারে। বোম্বাই লিচু থেকে শুরু করে বেদানা লিচু, এলাইচি লিচু সহ বিভিন্ন জাতের লিচুতে ছেয়ে গেছে কালিয়াগঞ্জের এই পাইকারী লিচু বাজার। আকৃতিগত ও গুণগত মানের উপর ভিত্তি করে বিভিন্ন দামের লিচু এখানে বিক্রি হচ্ছে। মুলত এখানে প্রতি হাজার পিস লিচু পাইকারী ৫০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। তাইতো লিচুর পাইকারী বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড থেকেও প্রচুর ব্যবসায়ী লিচু কিনতে ভির জমাচ্ছেন এখানে। পাইকারের হাত ধরে রাধিকাপুর কাটিহারগামী ভোর ৫ টার প্যাসেঞ্জার ট্রেন এবং শিলিগুড়ি গামী ডি এম ইউ ট্রেনে চেপে কালিয়াগঞ্জের লিচু অনায়াসে চলে যাচ্ছে বিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে ছোট ছোট পন্যবাহী ট্রাকে করে দক্ষিন দিনাজপুর, মালদা সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে নিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জের সুস্বাদু লিচু। কালিয়াগঞ্জের লিচু চাষিদের সঙ্গে অনেকেই আবার বেশি লাভের আশায় কালিয়াগঞ্জের বেশ কিছু লিচু বাগান কিনে নিয়েছেন অনেক ব্যবসায়ী। মাস খানিক ধরে দিনে রাতে লিচু বাগান পাহারা দিয়ে গাছ থেকে পরিপক্ক লিচু ভেঙে এনে কালিয়াগঞ্জের এই পাইকারী বাজারে বিক্রি করছেন তাঁরা। 

এবিষয়ে লিচু বিক্রেতা সন্দীপন বোস ও রিনা দেবী পাসওয়ান জানান, তারা বহু দিন ধরে এই ব্যবসায় জড়িত। এক মাস ধরে চলে এই লিচু কেনা বেচা। ভোর রাত্রি থেকে উঠে বাজারে এসে লিচু চাষিদের কাছ থেকে নানা প্রজাতীর লিচু কেনে থাকেন। একটি প্রজাতীর এক এক ধরনের দাম হয়ে থাকে। বাজারে মাদ্রাসি লিচু, বোম্বাই লিচু, বেদানা লিচু, এলাইচি লিচু সহ মজাফফরপুর জাতের লিচু আমদানী করা হয়। তারা আরো বলেন, কালিয়াগঞ্জের লিচু কিনতে উত্তরবঙ্গের সাথে সাথে পাশের রাজ্য বিহার থেকেও ব্যবসায়ীরা আসেন। কয়েক ঘন্টার এই বাজারে কয়েকশো লোকের সমাগম হয়। অধিক রাতে বাজার বসলেও সূর্য ওঠার সাথে সাথে বাজার শেষ হয়ে যায়। 

এই বাজারে লিচু কিনতে আসা বিহারের এক ব্যবসায়ী অমর চৌবে জানান, তারা বিহার থেকে এখানে এসেছেন লিচু কিনতে। সেই লিচু ৫০০ থেকে ৮০০ টাকা হাজার দড়ে কেনার পর তা খোলা বাজারে সেই লিচু ৫০ টাকা আটি করে বিক্রি করেন এতে ১০ টাকা করে লাভ হয়। এক আটিতে ৫০ টা করে লিচু থাকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/DJfCWTWbp2A